‘‘মাদকদ্রব্য রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’’এ শ্লোগানকে সামনে নিয়ে মাদারীপুররে কালকিনিতে আজ বৃহস্পতি বার সকালে কালকিনি উপজেলা প্রশাসন ও মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্তর থেকে রেলি বের হয়ে প্রদান প্রদান সড়ক প্রদিক্ষন করে স্বাধিনতা চত্তরে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড.আবদুস সোবাহান গোলাপ। তিনি বলেন মাদকের বিরুদ্ধে সবাইকে যুদ্ধ ঘোষণা করতে হবে। তরুণ সমাজ সহ পরিবারের অভিভাবকবৃন্দেরও সচেতন হতে হবে।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা বিগম,উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,কালকিনি থানার ওসি নাছির উদ্দিন,কালকিনি প্রকল্প কর্মর্কতা গোলাম মস্তফা, ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল হাসলাম, নারী ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথী,কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডাার আঃ জলিল আকন ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,সমাজ সেবা র্কমর্কতা পলাশ হোসেন,মশিউর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন মৃধা প্রমুখ।
সাবরীন জেরীন,মাদারীপুর।