মহালছড়িতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
0

“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টার সময় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত’র নেতৃত্বে এক র্যাঠলি মহালছড়ি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে হয়ে মহালছড়ির বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়, সেখানেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনায় সভায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসার সভাপতিত্বে ও সরকারি স্কুলের সহকারী শিক্ষক সুইহ্লাঅং রাখাইন পিপলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত। আরো উপস্থিত ছিলেন মহালছড়ি সমবায় কর্মকর্তা সালেহ উদ্দিন দিদার, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর জসিম উদ্দিন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক, বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। প্রধান অতিথি প্রিয়াংকা দত্ত তার বক্তব্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত মাদকাসক্তমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে জিরো(শূন্য) টলারেন্স নীতি বাস্তবায়নে সাংবাদিক সহ সকল স্তরের সহযোগিতার কামনা করেন।

Milton chakma

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here