চট্টগ্রাম সিটি নির্বাচন হতে পারে মার্চে: সিইসি

0
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনাররা বসে পরে চসিক নির্বাচনের দিনক্ষণ ঠিক করবেন। আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
কে এম নূরুল হুদা বলেন, সিটি করপোরেশনের নির্বাচনের পর যেদিন প্রথম সভা হয়, সেদিন থেকে মেয়াদ গণনা শুরু হয়। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন একসঙ্গে হলেও চট্টগ্রামে এই সভাটা বিলম্বে হয়েছে। সেজন্য ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ১৮০ দিন গণনা শুরু হবে। এখনও সিদ্ধান্ত হয়নি। যেহেতু মার্চ মাসে সম্ভবত পরীক্ষা বা অন্য পোগ্রাম নেই, এপ্রিল মাসে হবে রমজান। সেই হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য মার্চ মাসই হবে উপযুক্ত সময়।

সকল দলের অংশগ্রহণে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে জানিয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করি নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। সঠিক নির্বাচন হবে। সব দল নির্বাচনে অংশ নেবে। প্রতিযোগিতামূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। এখানে কারও আশঙ্কার কোনও কারণ নেই।

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে সিইসি বলেন, ইভিএম নিয়েই আমরা নির্বাচন করব। ইভিএম নিয়ে আর বিবেচনার সুযোগ নেই। আমরা দেখেছি, ইভিএমের মাধ্যমে নির্বাচন করলে ভোটাররা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। ইভিএমের ওপর আমাদের আস্থা আছে। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত যারা প্রার্থী ও তাদের সমর্থক আছেন, তারা নির্বাচনী আচরণবিধি বহির্ভূত কোনও কাজ করেননি। নির্বাচন কর্মকর্তারা বলেছেন, তারা নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবেন। ইভিএমে নির্বাচন করতে তারা প্রস্তুত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here