যশোর বোর্ডে জেএসসিতে পাসের হার ৯১.০৮

0
27

চলতি বছর যশোর শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় ৯১ দশমিক ০৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫৫ জন। গতবছরের থেকে এবার  পরীক্ষার্থীর সংখ্যা সামান্য কিছু কমলেও জিপিএ-৫ ও পাসের হার বেড়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করে এই ফলাফল প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রশ্নব্যাংকের মাধ্যমে বিভিন্ন সাময়িক পরীক্ষা গ্রহণ করায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হয়েছে। ভালো ফলাফলের পেছনে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলা থেকে দুই লাখ ৩৩ হাজার ৮২৯ জন শিক্ষার্থী এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৭৬ জন। সবচেয়ে বেশি জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হয়েছে ৪০ হাজার ১৯৬ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫৫ জন পরীক্ষার্থী।

২০১৮ সালের জেএসসি পরীক্ষায় ২ লাখ ৩৫ হাজার ৮২২ জন অংশ নেয়। যাদের মধ্যে উত্তীর্ণ হয় ৮৪ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছিল সাত হাজার ২৫৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here