নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে দুদিনব্যাপী শিল্পাচার্য্ জয়নুল আবেদিন উৎসব। এ উপলক্ষ্যে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে জয়নুলের ১০৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধোন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ।
এদিকে বিকালে “জয়নুলের শিল্প ও শিল্প চিন্তা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহা পরিচালক মো, রিয়াজ আহম্মেদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ঠ সমালোচক অধ্যাপক মঈনুদ্দীন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান , জেলা প্রশাসক মিজানুর রহমান জেলা পুলিম, সুপার শাহ আবিদ; হোসেন , ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতে শামুল আলম প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তরা জয়নুলের স্মৃতিচারণ করে তার বিভিন্ন শিল্প কর্ম র উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধারে তাকে আধুনিক শিল্পকলার প্রাণ পুরুষ বলে অভিহিত করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও দশর্নাথীরা স্টলগুলো হতে বিভিন্ন লোকজ পণ্য ক্রয় করছেন। জন্মোৎসব উদযাপনের প্রথম দিনে শিশু থেকে বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্দের মধ্যে ৬টি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সাথে চিত্রাংকন প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বিকালে একই স্থানে উৎসবের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে।
খালেদ খুররাম পারভেজ ময়মনসিংহ