রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৬০ কেজি ওজনের সোনা উদ্ধার করেছে বাংলাদেশ কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগ। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বিমানবন্দরের ভেতরে বিদেশ থেকে আমদানিকৃত চারটি ব্যাগ তল্লাশি করে এই সোনা উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন, “গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় ইমপোর্ট কার্গো ভিলেজে অভিযান চালানো হয়। সেখানে দুটি ব্যাগ তল্লাশি করে প্রতিটিতে ৩০ কেজি করে সোনা পেয়েছি। আরও দুটি ব্যাগে সমপরিমাণ বা তার চেয়েও বেশি সোনা আছে বলে ধারণা করছি।” তিনি আরও বলেন, ‘এগুলো কোথা থেকে এসেছে, সে সম্পর্কে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। এ ব্যাপারে তদন্ত চলছে। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা।’