নিয়ম না মানলে বন্ধ বিমানে ওঠা -শাহজালালে তৃতীয় টার্মিনালের নির্মাণ উদ্বোধনে প্রধানমন্ত্রী

0
0

বিমান পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে ভিআইপি এবং ভিভিআইপিসহ সব বিমানযাত্রীকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যদি কেউ এ ক্ষেত্রে বাধা দেন তা হলে ভবিষ্যতে তার বিমানে চড়াই বন্ধ হয়ে যাবে। নিরাপত্তার যে নিয়মাবলি রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে, আমাদের সব যাত্রীকে সেটি মেনে নিতে হবে। গতকাল শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী এদিন বহুল প্রতীক্ষিত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ উদ্বোধন করেন। একই সঙ্গে বিমানের পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’র উদ্বোধন করেন এবং বিশ্বের যে কোনো স্থান থেকে বিমানের টিকিট ক্রয়ের সুবিধাসংবলিত একটি মোবাইল অ্যাপসও উদ্বোধন করেন তিনি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় টার্মিনালের কাজ শেষ হতে লাগবে ৪ বছর। ৩০ লাখ বর্গফুট জায়গায় তিনতলা এ টার্মিনাল ভবনটির আয়তন হবে ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। এ টার্মিনালে প্রথম পর্যায়ে ১২টি বোর্ডিং ব্রিজ চালু হবে। পরে আরও ১৪টি বোর্ডিং ব্রিজ স্থাপন করা হবে। বহির্গমনে ১১৫টি চেক-ইন কাউন্টার থাকবে, এর মধ্যে ১৫টি থাকবে সেলফ সার্ভিস চেক-ইন কাউন্টার। টার্মিনালের সঙ্গে থাকবে মাল্টিলেভেল কার পার্কিং সুবিধা, যেখানে প্রায় ১২৫০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। টার্মিনালটি নির্মিত হলে শাহজালাল দিয়ে বছরে প্রায় ২ কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, এখানে আমি স্পষ্ট বলতে চাই, এখানে আমাদের সংসদ সদস্য, মন্ত্রী, বাহিনী প্রধানরা বা অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন- আপনারা যখন বিদেশে যান তখন যেভাবে নিরাপত্তাটা নিশ্চিত করা হয়, ঠিক সেভাবে আমাদের বিমানবন্দরে করতে হবে এবং সেটি সবাইকে মেনে নিতে হবে। সেখানে কেউ কোনো বাধা দিতে পারবেন না।

তিনি আরও বলেন, একটা কথা মনে রাখবেন- সারাদিন আমি দেশের কাজই করি। কোথায় টুকটাক কী হয় না হয় সে খবর নেওয়ার চেষ্টা করি। কাজেই কেউ কোনো রকম অনিয়ম বা ব্যত্যয় ঘটালে সঙ্গে সঙ্গেই আমার কাছে খবর চলে আসে। এটি সবাইকে মনে রাখতে হবে এবং সে অনুয়ায়ী নজরদারি বাড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি পুরোপুরি বন্ধ করতে হবে। তাদের যেন কোনো রকম হয়রানি এখানে করা না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।

বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোতকাদির চৌধুরী, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো ও জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ হিতোসি হিরোকা বক্তৃতা করেন। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান স্বাগত ভাষণ দেন এবং বিমানের সিইও মুকাব্বির হোসেন মঞ্চে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ভাষণে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতির পুনরোল্লেখ করে বলেন, আজকে আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। যে-ই দুর্নীতি করবে তাকে কিন্তু ছাড়া হবে না। সে যে-ই হোক না কেন। তিনি বলেন, দিন-রাত পরিশ্রম করব দেশের উন্নয়নের জন্য, আমাদের দেশের সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করবে আর দেশের উন্নয়নের কাজ সঠিকভাবে হবে না! সেখান থেকে কেউ অসাধু উপায়ে নিজের ভাগ্য গড়তে যাবে। সেটা কখনো সম্ভব হবে না। এটি আমরা কখনো বরদাশত করব না।

তিনি ৯৬ সালে সরকার গঠনের পরই বিমানের আধুনিকায়ন এবং সম্প্রসারণে তার সরকারের উদ্যোগ তুলে ধরে এ ক্ষেত্রে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, যাত্রীসেবা নিশ্চিত করতে হলে একদম বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত নয়। তা হলে সকালে এক রকম বিকালে অন্য রকম তারা করতে পারে।

আরও ৩টি বিমান অভ্যন্তরীণ রুটের জন্য আসছে উল্লেখ করে তিনি বলেন, কানাডা থেকে নিয়ে আসা ওই তিনটি বিমানের সঙ্গে আরও কিছু বিমান যুক্ত করা হবে যেন দেশের সব বিমানবন্দরে যাত্রীসেবা বৃদ্ধি করা সম্ভব হয়। কক্সবাজার বিমানবন্দরও আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যাতে প্রাচ্য থেকে পাশ্চাত্যে এবং পাশ্চাত্য থেকে প্রাচ্যে যত বিমান যাতায়াত করে তাদের একটা ‘হাব’ হতে পারে ক´বাজার। সেখানে রিফ্যুয়েলিংসহ কয়েকদিন যাতে কেউ প্রয়োজনে বিশ্রাম নিতে পারে। পর্যটন ছাড়াও আরও অনেকভাবে এই কক্সবাজারকে যেন ব্যবহার করতে পারি।

অচিন পাখির পাইলটের আসনে প্রধানমন্ত্রী : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত আরও দুটি ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৯ যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিতা কেটে বিমানের পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করেন।

পরে প্রধানমন্ত্রী ‘অচিন পাখি’র ককপিটে পাইলটের আসনে বসে ছবি তোলেন। এ ছাড়া পাইলটের সঙ্গে কারিগরি বিষয় নিয়ে কথাও বলেন। তিনি বিমানটি ঘুরে দেখেন। তিনি ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’কে পেছনে রেখে অন্যদের সঙ্গে ফটোসেশনও করেন। এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৮টি। প্রধানমন্ত্রী এদিন বিমানবন্দরের তৃতীয় টার্মিনালও উদ্বোধন করেন। এছাড়া বিমানের টিকিট ক্রয়ের সুবিধাসম্বলিত মোবাইল অ্যাপসও উদ্বোধন করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here