যশোরের শার্শা উপজেলার বসতপুরে ৪১ জন স্কুল ছাত্রীকে শনিবার বিকালে বাইসাইকেল প্রদান করা হয়েছে। সিটি ব্যাংকের সিএসআরের অর্থায়নে বেসরকারি সং¯’া এমআরডিআই ¯’ানীয় দৈনিক গ্রামের কাগজের সহযোগিতায় এই বাইসাইকেল প্রদান করে।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর ১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকিনা খাতুন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-শুলশান, সিটিব্যাংকের চিফ ইকোনমিস্ট এন্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার মো: আশানুর রহমান, এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। সভাপতিত্ব করেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন।
শার্শ উপজেলার ছোটকলোনী এলাকার ভ্যানচালক দুলাল হোসেনের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী শারমিন খাতুন জানান, সে বসতপুর স্কুলের শিক্ষার্থী। প্রতিদিন ৩ কিলোমিটার পায়ে হেটে স্কুলে যাতায়াত করত। এখন বাইসাইকেল পেয়ে তার উপকার হয়েছে। বাইসাইকেলে চড়ে স্কুলে যাতায়াত করলে তার সময় বাঁচবে ও কষ্ট লাঘব হবে। বসতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আফরিনের পিতা আকতার হোসেন বলেন, প্রতিদিনি তার মেয়ে বাড়ি থেকে ৩ কিলোমিটার হেটে বিদ্যালয়ে আসা যাওয়া করত। বাইসাইকেল পেয়ে তার সময় বেঁচে যাবে। একই সাথে লেখাপড়ায় মনোযোগী হবে। একই রকমের অনুভূতি ছিল বাইসাইকেল পাওয়া সব মেয়েদের।
এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান জানান, সিএসআরের অর্থে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষেদের জীবনমান উন্নয়ন করা যায় তারই একটি উদাহরণ এই বাইসাইকেল প্রদান অনুষ্ঠান। সুপরিকল্পিতভাবে সিএসআরের টাকা ব্যয় হলে দারিদ্র বিমোচনে সরাসরি ভূমিকা রাখবে। #