যশোর খাজুরা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিত্র ও মুক্তিবাহিনী স্মৃতিসৌধ কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, জলের সাথে যেমন তেল থাকতে পারে না। তেমনি মুক্তিযোদ্ধাদের সাথে রাজাকারদের কোন স্থান নেই। সারাদেশে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাচাইয়ের কাজ শেষের পথে। আগামী ৭ থেকে ৮ জানুয়ারী মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। ভূয়া বা রাজাকারদের মুক্তিযোদ্ধা তালিকায় থাকার কোন সুযোগ নেই। শনিবার (২৮ ডিসেম্বর) স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থ মুক্তিযোদ্ধাদের আবাসন তৈরী করতে এক এক মুক্তিযোদ্ধাকে ১৬ লাখ করে টাকা দেয়া হবে। আগামী অর্থ-বছরে ভাতার পরিমাণ বাড়িয়ে ২০ হাজারের কাছাকাছি করা হবে। বিনামূল্যে স্বাস্থসেবা ও ঔষধ দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের জন্য সকল সুযোগ-সুবিধা দিতে সরকার সব সময় প্রস্তুত।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। প্রতিষ্ঠানের সভাপতি ইছালী ইউনিয়নের চেয়ারম্যান এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার রাজেক আহমেদ ও প্রধান শিক্ষক বজলুর রহমান। লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশসুপার তৌহিদুল ইসলাম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌল্লা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একে খয়রাত হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক শেখ সোহবার হোসেন, শিক্ষা সম্পাদক আব্দুল লতিফ মাস্টার, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু প্রমুখ।