দূরত্ব
তোমায় অনেক ভালবাসি
হয় তো এটাই আমার অপরাধ,
কি করবো বলো,মন তো মন ই।
একে নিয়ন্ত্রণের চাবিটা হারিয়ে ফেলেছি।
তোমার সব, সব আমার চাই,
ভালো,মন্দ, সব।
যাকে ভালোবাসা যায়,
তার সব টুকুই ভালোবাসতে হয়।
আমার রাগটাই দেখো,
আমার দুচোখে কি অসীম –
বাঁধ ভাঙ্গা ভালোবাসার ঢেউ,
তা তুমি দেখতে পাওনা।
আসলে কি বলতো ,তুমি দেখতেই চাওনা।
তাহলে কি মানুষের কথাই ঠিক?
যে অতিরিক্ত ভালোবাসা শুধু কাছেই টানেনা
অনেক দুরেও সরিয়ে দেয়।
যেখানেই থাকি না কেনো,
তোমার মুখের সেই বিশেষ প্রাণ খোলা হাসিটা
যেনো সব সময় থাকে।
দুর থেকেও তোমার সেই হাসিটা আমি
চোখ বন্ধ করে অনুভব করবো।
যখন তুমি সেই হাসি টা হাসবে,
আমাকে ঠিক মনে পড়বে তোমার।
চাইলেই আমাকে ভোলা সহজ না।
আমি যদিও খুব সাধারণ,
কোনো বিশেষত্ব নেই আমার।
কিন্তু আমার আছে ভালোবাসার অসীম ক্ষমতা।
যা আপাদ দৃষ্টিতে হয় তো তোমার কাছে অসহনীয়।
কিন্তু যখন হারিয়ে যাবো,
যখন থাকবেনা আমার অস্তিত্ব,
তখন তোমার মনের গহীনে,এক কোনায়,
আমার ভালোবাসার একটু আলো ,
তোমার চোখে পড়বে।
ঠিক জানিনা,
তখন কি সেই হাসিটা হাসতে পারবে তুমি?
যদি পারো, ভাব বো ,
আমি তোমাকে ভালোবাসা দিতে পেরেছি।
আর যদি না পারো,তবে ভাব বো,
তুমি আমাকে ভালোবাসতেই পারোনি।
ভালো থেকো তুমি,
আর আমার অসীম অসহ্য ভালোবাসা তো আছেই তোমার জন্য।
ভালো থেকো তুমি,আমার ভালোবাসা।
– তানিয়া তাজ