৫০ বছরের দখল হওয়া খাল উদ্ধার চলছে

0
42

মাদারীপুরে প্রায় ৫০ বছর ধরে দখল হওয়া এক কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তি খাল উদ্ধারের কার্যক্রম শুরু করেছে প্রশাসন। সোমবার ২৩ ডিসেম্বর বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে কাঠপট্টি ব্রিজ থেকে এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা।

এর আগে গত ১৭ ডিসেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্তত একশ’ জনকে উচ্ছেদ অভিযানের নোটিশ দেয়া হয়েছিল।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, মাদারীপুর পৌরসভার মাদারীপুর মৌজা ও রাস্তি ইউনিয়নের মহিষেরচর ও রাস্তি মৌজার সাথে বয়ে যাওয়া রাস্তি খালটি প্রায় ৫০ বছর ধরে দখলদারদের কবলে। স্থানীয়রা খাল দখল করে গড়ে তুলেছেন বহুতল ভবন। এতে নেই খালের কোন অস্তিত্ব। এজন্য একশ’ জনের নামের তালিকা করে তাদেরকে উচ্ছেদ নোটিশ দেয় প্রশাসন।
তবে এলাকাবাসীর দাবী, উচ্ছেদ করে খাল খনন নয়, নির্মাণ করা হোক ড্রেন ও পাকা সড়ক।

অনেকের মালিকানা জমির স্থাপনা সরিয়ে নিতে প্রশাসন নোটিশ দিয়েছে বলেও অভিযোগ করেন। তবে, কেউ যাতে ক্ষতিগ্রস্থ না হয় এসব দিক বিবেচনা করে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক। পাশাপাশি খালের জায়গা উচ্ছেদ করতে অভিযান চলবে বলেও জানান তিনি।

আব্দুল্লাহ আল মামুন ,মাদারীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here