তুরস্ক উপকূলে নৌকা ডুবে বাংলাদেশিসহ নিহত ৭

0
0

তুরস্কের পূর্বাঞ্চলীয় বিটলিস প্রদেশের লেক ভ্যান নামক একটি হ্রদে অভিবাসীদের বহন করা একটি নৌকা ডুবে ৭ জন নিহত হয়েছেন। এ সময় ৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগানি অভিবাসন প্রত্যাশীরা ছিলেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে পাঁচ জন ঘটনাস্থলে ও দুজন হাসপাতালে মারা যান।

বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে নৌকাটি উল্টে যায়। লেকটি ইরান সীমান্তের কাছে অবস্থিত। অভিবাসন প্রত্যাশীরা ইউরোপ যেতে ইরান হয়ে তুরস্কের পথ ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিবাসন প্রত্যাশীরা ইউরোপ যাওয়ার আশায় বিতলিসের আদিলসেভাজ জেলায় যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নৌকাটিতে থাকা আরও ৬৪ জনকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও জরুরি বিভাগের উদ্ধারকারী ডুবুরিরা হ্রদে তল্লাশি অভিযান চালাচ্ছে। নৌকাটিতে মোট কতজন অভিবাসন প্রত্যাশী ছিল, তা স্পষ্ট হওয়া যায়নি। নিহতদের পরিচয় জানা যায়নি। তবে এতে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here