সৈয়দপুরে ২০০ কেজি মহিষের কলিজা জব্দ

নীলফামারীর সৈয়দপুরে খাবার অযোগ্য দুইশত কেজি মহিষের কলিজা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে( ২৪ ডিসেম্বর)সৈয়দপুর বাসটার্মিনালে ঢাকা থেকে আসা একটি বাস থেকে এসব কলিজা উদ্ধার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে বাসটার্মিনালে মিথিলা পরিবহন থেকে এসব মহিষের কলিজার প্যাকেট জব্দ করা হয়। এ সময় সহকারী কমিশনার(ভুমি) পরিমল কুমার সরকার, ভ্যাটেনারী সার্জন রাশিদুল হক, স্যানিটারী পরিদর্শক আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত কলিজার প্যাকেট উপজেলা পরিষদের পিছনে মাটির নিচে পুতে ফেলা হয়। ঢাকা থেকে সৈয়দপুরে এসব কলিজা পাঠানো হয় আরমান নামে এক ব্যবসায়ীর নামে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সৈয়দপুরের সহকারী কমিশনার(ভুমি)পরিমল কুমার সরকার বলেন, আরমান নামে যে ব্যক্তির কাছে প্যাকেট পাঠানো হয়েছে এগুলো তার নয় বলে তিনি জানিয়েছেন তাই সঠিক কোনো মালিককে চিহিৃত করা অসম্ভব হয়ে দাড়িয়েছে।

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি॥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here