আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করা হচ্ছে : বেনজীর আহমেদ

0
54

আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করা হচ্ছে, বললেন র‌্যাব পরিচালক, মাদকবিরোধী সচেতনতার লক্ষ্যে র‌্যাবের মহা পরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে এ তিন অভিশাপ রুখে দিতে হবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আয়োজিত ‘বিচ ম্যারাথন’র উদ্বোধনী বক্তব্যে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। মাদকের বিরুদ্ধে সবার জোরদার ভূমিকা প্রত্যাশা করে বেনজীর আহমেদ বলেন, সমাজকে মাদকমুক্ত করার দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার নয়। মাদকের বিরুদ্ধে সবারই সামাজিক দায়িত্ব রয়েছে। মাদকের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড (সরবরাহ এবং চাহিদা) বন্ধ করতে হবে।

বক্তব্য শেষে বেলুন ও পায়রা উড়িয়ে বিচ ম্যারাথনের উদ্বোধন করেন র‌্যাব ডিজি। এরপর তিনি নিজেও বিচ ম্যারাথনে অংশ নেন। এসময় র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তা, টুরিস্ট পুলিশ, স্থানীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে দৌড়াও বাংলাদেশ’ শিরোনামে কুয়াকাটা সমুদ্র সৈকতের ১০ কিলোমিটারে এ ম্যারাথনের আয়োজন করেছে র্যা ব। এতে অংশ নিয়েছেন পটুয়াখালী ও বরগুনার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here