শ্রীপুরে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

0
45

গাজীপুরের শ্রীপুরে আগুন পোহাতে গিয়ে এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’দিন পর রবিবার রাতে মারা গেছেন। তার নাম মজিদা খাতুন (৬০)। তিনি শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

শ্রীপুরের মাওনা ইউপি সদস্য (৫নং ওয়ার্ড) মো. নুরুল ইসলাম নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে শুক্রবার সন্ধ্যায় বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন মজিদা খাতুন। অসাবধানতার কারণে এসময় তার কাপড়ে আগুন লেগে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। স্বজনরা দগ্ধ মজিদা খাতুনকে গুরুতর অবস্থায় প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে ভর্তি করেন। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার রাতে তিনি মারা যান।

মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here