৪৩ বছর পর নতুন প্রধানমন্ত্রী পেল কিউবা

0
0

৪৩ বছর পর নতুন প্রধানমন্ত্রী পেল কিউবা। গতকাল শনিবার কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ম্যানুয়েল মারেরো ক্রুজকে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো কিউবার পর্যটন বিষয়ক মন্ত্রী হিসেবে ১৬ বছর দায়িত্ব পালন করেছেন। ফিদেল কাস্ত্রো ছিলেন দেশের সর্বশেষ প্রধানমন্ত্রী। তিনি ১৯৫৯ থেকে ১৯৭৬ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন। তার তত্ত্বাবধানেই ১৯৭৬ সালে প্রধানমন্ত্রী পদটি বিলুপ্ত হয়ে কিউবায় প্রেসিডেন্ট নেতৃত্বাধীন সরকার ব্যবস্থা চালু হয়েছিল।

ফিদেল ক্যাস্ত্রোর উত্তরসূরি হিসেবে ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তার ভাই রাউল কাস্ত্রো। তিনি অবসরে যাওয়ার পর গত এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন সংবিধানে পাঁচ বছর মেয়াদী প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করা হয়।

নতুন সংবিধান অনুযায়ী ৪৩ বছর পর অক্টোবরে দিয়াজ কানেল প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর শনিবার ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটিরা সর্বসম্মতিক্রমে মারেরোর প্রধানমন্ত্রী পদে নিয়োগকে অনুমোদন দেন। দিয়াজ কানেল বলেন, ‘মারেরো কঠোর পরিশ্রমী ও সৎ। তিনি ১৬ বছর ধরে সফলভাবে পর্যটনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here