২৭ ডিসেম্বর ‘ঢাকা রক ফেস্ট’

0
0

বাংলা ব্যান্ড সংগীত প্রেমীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা রক ফেস্ট ২০১৯’। আগামী ২৭ ডিসেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এক্সপো জোনে এটি আয়োজন করছে গান বাংলা টিভি ও মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংক।

‘ঢাকা রক ফেস্ট ২০১৯’-এ অংশ নেবে ব্যান্ডদল নেমেসিস, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, পাওয়ারসার্জ, বে অফ বেঙ্গল, ট্রেইনরেক, ওন্ড, কনক্লুশন এবং সিন। এর আয়োজনে রয়েছে স্কাই ট্র্যাকার লিমিটেড এবং পিআর পার্টনার হিসেবে রয়েছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।

বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে আসছে বাংলালিংক। ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় ধারা এই রক কনসার্টে যুক্ত থাকার পাশাপাশি রক মিউজিককে আরও জনপ্রিয় করার জন্য তারা কাজ করে যাবে।

জানা গেছে, ২৭ ডিসেম্বর দুপুর ১২টায় ‘ঢাকা রক ফেস্ট ২০১৯’-এর গেট ওপেন হবে। অনুষ্ঠান চলবে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। টিকেটের দাম রাখা হয়েছে ২০০ টাকা।

‘ঢাকা রক ফেষ্ট ২০১৯’র বিস্তারিত জানতে ভিজিট করুন

https://www.facebook.com/events/459650301362040/ এই ঠিকানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here