বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। তবে এখন অনেকের কার্যকর হয়নি কেউ কেউ বিদেশে পালিয়ে রয়েছে। আমরা জাতির পিতার জন্মশতবার্কীতে একজন আমেরিকায় এবং অন্যজন ইংল্যান্ডে পালিয়ে থাকা খুনিকে দেশে ফিরিয়ে আনবো। দেশে আইনের শাসন ছিলো না, প্রধানমন্ত্রী দেশের হাল ধরায় সব ক্ষেত্রে দেশ এগিয়েছে। তিনি বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেখিয়েছেন কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে তার বিচার হবেই। রোববার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগি দিয়ে ড. মোমেন বলেন, তাদের একজন আমেরিকায় বসবাস করছে, অন্যজন ইংল্যান্ডে আছে। আমি সেসব দেশে অবস্থানরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছি, তারা যেন এই ঘাতকদের বাড়ির সামনে এসে বলে তোমরা দেশে ফিরে যাও, তোমাদের ক্ষমা নাই। তাহলে তারা অন্তত ভয়ের মধ্যে থাকে, যেন ভীতির সৃষ্টি হয়। ইসরায়েলে এটা করে থাকে।
তিনি বলেন, বাংলাদেশে নিউইয়র্ক মিশনে ৩৬ বছর স্বাধীনতা দিবস ছাড়া কিছুই পালন হত না। আমি জাতিসংঘ মিশনে থাকার সময় বিজয় দিবস পালন শুরু হয়। তারপর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রচেষ্টায় সব মিশনে বিজয় দিবস পালন শুরু হয়। প্রধানমন্ত্রী বিচ্ছিন্ন আওয়ামী লীগকে এক করেছেন, দেশকে উচ্চতর আসনে বসিয়েছেন। দেশের সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তার হাতকে শক্তিশালী করতে হবে।