হারের বৃত্ত ভেঙে বেরিয়ে এলো সিলেট থান্ডার

বঙ্গবন্ধু বিপিএলে প্রথম জয়ের দেখা পেলো সিলেট থান্ডার। খুলনা টাইগার্সের বিপক্ষে ৮০ জানের জয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে এলো দলটি। বড় লক্ষ্যে ব্যাট করতে খুলনা গুটিয়ে যায় ১৫২ রানে।

সিলেটের দেয়া ২৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। রানের খাতা খোলার আগেই খুলনা ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে সাজঘরে পাঠান মনির হোসেন।এরপর সাইফ হাসানকে সাথে নিয়ে দলের হাল ধরতে এগিয়ে আসেন রাইলি রুশো। ৭৪ রানের জুটি গড়ার সাথে সাথে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে জুটি ভাঙে তাদের। রান আউটের শিকার হয়ে ২০ রানে মাঠ ছাড়েন সাইফ।

সাইফের বিদায় মেনে নিতে না পেরে নিজের উইকেট বিলিয়ে দিয়ে নাভিন উল হকের শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন রুশো। ৩২ বলে ৫২ রান করে নাজমুলের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরত যান এই ব্যাটসম্যান।এরপর শুরু হয় খুলনা শিবিরে আসা যাওয়ার মিছিল। দলীয় ১০০ রান তুলতেই ৫ উইকেট নেই মুশফিকুর রহিমের দলের।এরপর রুবি ফ্রাইলিঙ্ক ঝড় তুলেন সাগরিকায়। মেহেদী মিরাজ সঙ্গ দেন তার সেই ঝড়ে। কিন্তু এখানেও বাগড়া দেন সান্তোকি। মিরাজকে ফেরান ৪ রানে।রানের তুবড়ি ছোটানো ফ্রাইলিঙ্কও থামেন সান্তোকিতে। ২০ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে মোহাম্মদ মিঠুনের হাতে ধরা পড়েন এই ব্যাটসম্যান।শেষ পর্যন্ত খুলনার ইনিংসের পরিসমাপ্তি ঘটে ১৫২ রানে। ফলে ৮০ রানের বড় জয় পায় সিলেট।

এর আগে দিনের শুরুতে টসে জিতে সিলেটকে ব্যাট করতে পাঠায় খুলনা। জনসন চার্লস এবং আন্দ্রে ফ্লেচারের ব্যাটিং তাণ্ডবে খুলনাকে ২৩২ রানের লক্ষ্য বেঁধে দেয় সিলেট।থান্ডার ওপেনার আন্দ্রে ফ্লেচার তুলে নেন এবারের আসরের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫৭ বলে ১০৩ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here