ফেনীতে তথ্য গোপন করে জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগে চীনা নারী জোয়াং জিংয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভীন।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার আবেদনের ভিত্তিতে তথ্য গোপন করে ভোটার হওয়ার অভিযোগে জোয়াং জিং নামে এক চীনা নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ওই নারী বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভীন বলেন, ওই নারীর পরিচয়পত্র বাতিল করা হয়েছে।জানা গেছে, জোয়াং জিং নামে এক চীনা নারী মুসলিম বাংলাদেশী যুবককে বিয়ের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ২০১৪ সালে ফেনী পৌরসভা এলাকার ৯নং ওয়ার্ডে তথ্য গোপন করে ভোটার হয়েছিলেন।
নির্বাচন কমিশনের সহকারী সচিব মোশাররফ হোসেন জানান, জোয়াং জিং নামের ওই চীনা নারী প্রবাসে এক বাংলাদেশিকে বিয়ে করে এ দেশে আসেন। সম্প্রতি ইমিগ্রেশনে সন্দেহ হলে তার বিষয়টি খতিয়ে দেখা হয়, তখনই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। ইতোমধ্যে তার নাম তালিকা থেকে বাদ দিয়ে তার জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে। আর জালিয়াতির মাধ্যমে জন্ম সনদ ও নাগরিক সনদ দিয়ে তাকে ভোটার তালিকাভুক্ত হতে সহযোগিতা করায় ফেনী সদরের নির্বাচন অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং জন্ম সনদ ও নাগরিক সনদ দেওয়া স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে নির্দেশ দেওয়া হয়েছে।