কুয়াকাটায় পর্যটকের ঢল নেমেছে। হাজার হাজার পর্যটক-দর্শনার্থীর পদচারনায় গোটা সৈকত এলাকা মুখরিত হয়ে আছে। সৈকতের শূণ্যপয়েন্ট থেকে দুই দিকে দুই কিলোমিটার জুড়ে পর্যটকে ঠাঁসা রয়েছে। কেউ গোসল করছে কন কনে শীত উপেক্ষা করে। কেউবা ঘুরে দেখছেন নৈসর্গিক দৃশ্য।
ঝাউবাগান, লেম্ফুর চর বনাঞ্চল, গঙ্গামতির লেকপাড় সর্বত্র পর্যটকের ভিড় রয়েছে। শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, সীমা বৌদ্ধবিহারসহ দর্শনীয় স্পটসমুহ ঘুরে দেখছেন আগতরা। কুয়াকাটার সকল আবাসিক হোটলগুলোতে পর্যটকে রয়েছে পরিপুর্ণ। কোথাও কোন সিট খালি নেই। দুই দিনের ছুটি ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের ডিসেম্বর মাসের ছুটিতে স্বপরিবারে আসা পর্যটকের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। হোটেল-মোটেল মালিকরাও চুটিয়ে ব্যবসা করছেন। বিকেলের সূর্য পশ্চিম আকাশে হেলতেই পর্যটকরা ভিড় করছে সৈকতের বেলাভূমে। সূর্যাস্তের বিরল দৃশ্য অবলোকনের জন্য ভিড় করছেন আগত পর্যটক-দর্শনার্থী। থাকছেন রাত অবধি। স্থানীয় কলাপাড়া উপজেলা প্রশাসন শুক্রবার বিকেল থেকে শূন্যপয়েন্টের দুই কিলোমিটার এলাকা সাগরক্ষে অবস্থান করা ফিশিংবোটসহ সকল নৌযান নির্দিষ্ট দুরত্বে সরিয়ে দিয়েছেন। ফলে পর্যটকরা রয়েছেন স্বস্তিতে। এখন নৌযানের তেল মেশানো পানি নেই শুন্যপয়েন্টের চারপাশে। ইউএনও মুনিবুর রহমান জানান, কুয়াকাটার নৈসর্গিক দৃশ্য অবলোকনে পর্যটক-দর্শনার্থীর কোন ধরনের বিপত্তি কেউ ঘটালে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি স্থানীয় মানুষসহ সকল ব্যবসায়ীদের পর্যটক বান্ধব হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। কনকনে শীত উপেক্ষা করে কুয়াকাটায় এখন উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক অবস্থান করছে বলে জানালেন, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব শরীফ।