কনকনে ঠান্ডা বাতাসে কাঁপছে দেশ: জনজীবন বিপর্যস্ত

0
27

গত তিন দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে কাঁপছে দেশ। আগের দুই দিনের তুলনায় আজ তাপমাত্রা আরও কমেছে। তবে কিছু এলাকায় বেড়েছেও। সঙ্গে কনকনে বাতাস আর কুয়াশার কারণে শীত আরও তীব্র হয়েছে। আগামীকালও একই আবহাওয়া থাকবে। পরশু অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে আশা করছে আবহাওয়া অফিস।

এদিকে, দেশের কোনও জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামার কারণে এ আবহাওয়াকে শৈত্যপ্রবাহ বলছেন না আবহাওয়াবিদরা। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বৃহস্পতিবার একই এলাকা চুয়াডাঙ্গায় ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ যা বৃহস্পতিবার ছিল ১৩, একইভাবে আজ চট্টগ্রামে ১৩ দশমিক ৩, বৃহস্পতিবার ছিল ১৬, সিলেটে আজ ১৩ দশমিক ৫, বৃহস্পতিবার ছিল ১৫ দশমিক ৮, বরিশালে আজ ১০ দশমিক ৪, বৃহস্পতিবার ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।তবে রাজশাহী ও রংপুরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ রাজশাহীতে ১১ দশমিক ৯ যা বৃহস্পতিবার ছিল ৯ দশমিক ৫। রংপুরে আজ তাপমাত্রা ১২, বৃহস্পতিবার ছিল ১১। আর খুলনার তাপমাত্রা আগের মতোই ১২ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। এছাড়া দেশের ১০ জেলার তাপমাত্রা আজ ১০ ডিগ্রি সেলসিয়াস। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কুমিল্লা, ঈশ্বরদী, সিরাজগঞ্জের তাড়াশ, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশালে প্রায় শৈত্যপ্রবাহ বইছে বলা চলে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোর থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার থাকবে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, তাপমাত্রা আগের চেয় কিছু এলাকায় বেড়েছে। তীব্র ঠান্ডা অনুভূত হলেও এখন কোথাও শৈত্যপ্রবাহ নেই। আগামীকালও আবহাওয়া একই রকম থাকতে পারে। পরশু অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে।অংকের হিসাবে শৈত্যপ্রবাহ কেটে গেলেও কনকনে শীতের দাপট চলছে উত্তারাঞ্চলসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে। দেশের অনেক জেলার মত রাজধানীতে শনিবারও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় বিঘ্নিত হচ্ছে নৌ ও বিমান চলাচল। হাসপাতালগুলোতে শীতজনিত বিভিন্ন সমস্যা নিয়ে রোগীর ভিড়ও বেড়েছে।আবহাওয়া অফিস বলছে, সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে; দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য।

তবে ঢাকায় আগের দিনের তুলনায় শীত বেড়েছে। শুক্রবার যেখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, শনিবার সকালে তা নেমে এসেছে ১২.২ ডিগ্রি সেলিসিয়াসে।

পৌষের এ সময়ে হিমালয়ের কোলঘেঁষা উত্তর জনপদের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে ছিন্নমূল আর ভাসমান মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ের পান দোকান দার জাহাঙ্গীর আলম জানান, সকাল বেলা ঠাণ্ডার কারণে দোকানেই আসা যায় না। আবার ঠাণ্ডার কারণে সন্ধ্যার পর দোকানে বসে থাকা যায় না।…কখনও দোকোনে ছুটে এলেও বিকাল হতে না হতে কাস্টমার শুন্য হয়ে যায়।

আলমনগর এলাকার আজিমা বেগম বলেন, এই শীতে আর জীবন বাঁচে না। এখন পর্যন্ত একখানা গরম কম্বল পাই নাই।ঘন কুয়াশায় ফেরি পারাপারেও বিঘ্ন ঘটছে সকালে। ঢেকে থাকায় পদ্মার পাটুরিয়া- দৌলতদিয়া নৌপথে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও কুয়াশার কারণে চার ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ রাখতে হয়েছে সকালে। হেলথ ইমারজেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী ডা. আয়শা আক্তার বলেন, ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে দেশের হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। তাদের মধ্যে শিশু আর বয়স্কদের সংখ্যাই বেশি।

দেশের হাসপাতালগুলোতে তিন দিনে প্রায় ছয় হাজার ডায়রিয়ার রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া শ্বাসযন্ত্রের সংক্রমণ, আমাশয়, চোখের প্রদাহ ও চর্মরোগেও ভুগছেন অনেকে।হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স বলেছে, বর্তমানে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা অনেকাংশে কমে আসছে। এর কারণে সামনের পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে ধারণা পাওয়া যায় না। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।এ অবস্থায় বাস্ট্যান্ডে অবস্থানরত ও মহাসড়কে চলাচলরত যানবাহনের চালকদের কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগলাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রেখে বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ৫ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা আবারও কমতে পারে। জানুয়ারির প্রথমদিকে আরেকটি মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here