আমরা কি প্রস্তুত আলোচনা করার জন্য ফিল্ম, অশ্লীল রচনা(Pornography) বা পর্নফিল্মের উপর? সমাজের অনেকেই দুর্নীতি করে, নানা ধরনের কুকর্ম করে, ধর্ষণ করে। ধরা না পড়া পর্যন্ত সবাই খুব ভদ্র এবং ভালো মানুষ। সন্ধান করে জানা গেছে যে প্রতি দিন একজন পুরুষ যৌনতার উপর চিন্তা করে ১-৩৮৮ বার এবং একজন নারী ১-১৪০ বার, বিবাহিত বা অবিবাহিত বলে কথা নেই।
পুরুষেরা নারীদের চেয়ে বেশি আকৃষ্ট দৈহিক সম্পর্কে জড়িত হবার জন্য। এই অপ্রিয় সত্য কথা কি স্বীকার করতে কেউ রাজি? অবাক হবার কিছু নেই যদি বলি খাবার, যৌনতা এবং ঘুম এই তিনটি জিনিষ মানব জাতির সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে যৌনতা মানুষের চিন্তায় প্রাধান্য পায় বেশি তবুও এ বিষয় কথা হয় সবচেয়ে কম।
অশ্লীল যৌনতার চেতনা এতোই ভয়ংকর যে ধর্মীয় ভাবে একে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। নারীকে সম্পূর্ণ ভাবে পর্দার মধ্যে রাখা হয়েছে শুধুমাত্র পুরুষের চরিত্রকে নিয়ন্ত্রণে রাখার জন্য। তারপরও ঘটছে সারা বিশ্বে পুরুষের জুলুম নারীর উপর।
একটি জিনিষ বেশ পরিষ্কার তা হলো আরব দেশে নারীদের পোশাকের সাথে পুরুষদের পোশাকের বেশ মিল রয়েছে। কিন্তু পৃথিবীর অনেক দেশ রয়েছে যেখানে শুধু নারীকে পর্দায় আটকে রাখা হয়। জানিনে সে ক্ষেত্রে নারীরা পুরুষদের খোলামেলা দৈহিক চেহারার প্রতি কি পরিমানে আসক্ত হয়! পাখির জগতে লক্ষ্যনীয় যে পুরুষ পাখি তার সৌন্দর্যে আকৃষ্ঠ করে মহিলা পাখিকে। মানুষের ক্ষেত্রে পুরুষ এবং নারী পরস্পরকে আকৃষ্ট করে। সে ক্ষেত্রে এটা কি সঠিক শুধু নারীকে পর্দার আড়ালে রাখা? সর্বোপরি নারীদের পর্দার আড়ালে রাখা সত্বেও অনেক পুরুষের চরিত্রিক বিচ্যুতি দেখা যায় পৃথিবীর সর্বত্র।
প্রতিদিন যদি ১-৩৮৮ বার যৌনতার চিন্তা বা কল্পনায় পুরুষের সময় ব্যয় হয় তাহলে প্রশ্ন চরিত্র কি তাহলে কুকর্মে লিপ্ত থাকে বেশির ভাগ সময়? কুচিন্তা বা কুকল্পনা যদি মনের পর্দায় সারাক্ষণ বসবাস করে, তাহলে যৌনতার সরাসরি সংস্পর্শ অথবা কল্পনায় যৌনসঙ্গমের মদ্ধে তেমন কোন পার্থক্য আছে কি? যৌনতা মানব জাতির একটি সাধারণ প্রতিক্রিয়া যা শরীরের অন্যান্য অরগানের মত এবং তা ন্যাচারাল পদ্ধতির মধ্যে থাকার কথা।
যদি কারো প্রতি কেউ তার মতের বিরুদ্ধে যৌনতায় আকৃষ্ঠ হয় সেখানে বাঁধা দেয়া মানে শরীরে স্ট্রোকের মত ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। যার কারনে মানুষ তার মনুষ্যত্বের ভারসাম্য হারিয়ে দানবে পরিনত হয়। অবশেষে ধর্ষণের মত জঘন্য কাজ করতে দ্বিধাবোধ করে না।
যৌবনের ঢেউয়ে অনেকে নিজের শরীরকে উলঙ্গ করে অন্যকে দেখিয়ে তৃপ্তি পায়। আবার অনেকে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে নিজেদের যৌনতার দৃশ্য অন্যকে দেখিয়ে অর্থ উপার্জন করে। যেহেতু সমাজে চাহিদা রয়েছে বিধায় এর উপর দিব্যি কেনাবেচা চলছে। বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়াই স্যোসাল মিডিয়ার মাধ্যমে চলছে এর বেচাকেনা সারা বিশ্বে কোন সমস্যা ছাড়া।
অশ্লীল যৌবনের ঢেউ বইছে মানব জাতির মধ্যে, তাকে বাঁধা দিয়ে ঠেকানো যাবে না। বরং ভালোবাসা এবং যৌনতাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে, দায়বদ্ধতার মধ্যদিয়ে। যেমন পারস্পরিক সমঝোতার মাঝে যদি যৌনতার মিলন ঘটে এবং নতুন জীবনের আবির্ভাব হয় তাহলে তার দায়ভার নিতে হবে। ইচ্ছামত যা কিছু করা চলবে না। যেমন ট্রাফিকের রেড় লাইট অমান্য করলে জরিমানা বা লাইসেন্স বাতিল হয় তেমনি অবৈধ যৌনতার কারনে, অশ্লীল যৌনতায় মগ্ন হলে বা ধর্ষণের মত অঘটন ঘটালে, সর্বোপরি কারো ইচ্ছার বিরুদ্ধে যৌনতার প্রভাব বিস্তার করলে পুরুষের পুরুষত্ব বাতিল করা হতে পারে দুষ্কর্মের সমাধান।
ফিল্ম বা চলচ্চিত্র দিতে পারে চলমান জীবনের কাহিনির উপর বর্ণনা। তুলে ধরতে পারে সৃজনশীল প্রেমের ঘটনা। অশ্লীল রচনা বা পর্নোগ্রাফির মাধ্যমে দেহের সর্বাঙ্গ শরীর পর্দায় দেখানো মানে যৌনতার লোভনীয় আকর্ষনকে আকৃস্ট করা। বা যৌনমিলনের দৃশ্য পর্দায় দেখিয়ে বিনোদন যোগানো অশ্লীল চলচ্চিত্রের একটি অংশ।
এতদিন এর সীমবদ্ধতা যেমন পর্দায় ছিল এখন তা ছড়িয়ে পড়েছে সবার কাছে প্রযুক্তির কারনে। যেহেতু মানব জীবনে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই ধামাচাপা না দিয়ে সুশিক্ষার সমন্বয় ঘটানো আশু প্রয়োজন নতুন প্রজন্মের জন্য। যৌনতার উপর খোলামেলা আলোচনাই একমাত্র এর সমাধান হতে পারে।
ইউরোপে যৌনতার উপর খোলামেলা আলোচনা হয়ে থাকে অল্প বয়সে। যৌনতাকে নিয়ে খারাপ ভাবে কিছু প্রশিক্ষণ দেয়া হয় না এখানকার শিক্ষাপ্রতিষ্ঠাণে বিধায় যৌনতা বা উলঙ্গ দেহ দেখলে মানুষ অমানুষ হয়ে যায় না। এরা জানে যৌনতার বিনোদন জোর করে হয় না। তা পারস্পরিক সমঝোতার এবং নির্ভরশীলতার উপর হয়ে থাকে। ব্যতিক্রম হলে তা হয় ধর্ষণ, আর ধর্ষণের শাস্তি সমাজের পরিকাঠামো অনুযায়ী কঠিন হয়ে থাকে।
রহমান মৃধা, দূরপরবাস সুইডেন