উত্তর প্রদেশে পুলিশের গুলিতে নিহত ৬

0
61

ভারতের উত্তর প্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে চলা বিক্ষোভের সময় পুলিশের গুলিতে ছয় আন্দোলনকারী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বুলন্দশহর, গোরক্ষপুরসহ একাধিক জায়গায় পথে নামেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে ব্যাপক ভাঙচুরও চলে। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। পরে পুলিশের গুলিতে ছয় আন্দোলনকারী নিহত হন।

এদিকে বুলন্দশহরের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেন, মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা চালু হবে না। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here