বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে শুক্র ও শনিবার। আগামীকাল ও পরশু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনু্ষ্ঠিতব্য এ সম্মেলনে অংশ নিতে রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে। এতে যেতে পারে ঐক্যফ্রন্টের অন্যমত শরিক দল গণফোরাম, তবে নিশ্চিত নয় বিএনপি। এ ছাড়া আওয়ামী লীগের জোটে থাকা দলগুলোর বাইরে সম্মেলনে অংশ নিতে আগ্রহী নয় অন্যান্য দলগুলো।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে সম্মেলনের দাওয়াত দিতে যান আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। শায়রুল জানান, আ. লীগের সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ ও মির্জা আব্বাসকে দাওয়াত করা হয়েছে। তারা যাবেন কী না নিশ্চিত নয়। কারণ, আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সম্মেলনও আগামীকাল বিকেল সাড়ে তিনটায় উদ্বোধন হবে।
এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম সরকার দলের জাতীয় সম্মেলনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক। দলটির নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘দাওয়াত পেয়েছি। সাধারণ সম্পাদক ও সভাপতিও পেয়েছেন। যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে ড. কামাল হোসেন দেশের বাইরে আছেন, আজ রাতে ফেরার কথা।’ দাওয়াত পেয়েও আওয়ামী লীগের সম্মেলনে না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা মো. শাহ আলম। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না যাবেন কিনা সে সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।
গত রোববার আওয়ামী লীগের সম্মেলনে রাজনৈতিক দলগুলোকে দাওয়াতের বিষয়ে কথা বলে বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, যারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন, তাদেরকে সম্মেলনে দাওয়াত করা হচ্ছে।