অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। কর্তৃপক্ষ রাজ্যটিতে সাত দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে। খবর জার্মানির গণমাধ্যম ডয়চে ভেলের। এখানকার তাপমাত্রা ইতোমধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দাবানল। সিডনির কাছে চলে এসেছে দাবানল। প্রবল হাওয়া পরিস্থিতি আরও খারাপ করেছে।
নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী গ্লাডিস বেরেজিকলিয়ান বলেন, দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণা করা হলো। এর আগে সেপ্টেম্বরের শুরুতে আবহাওয়া বিপর্যয়ের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের কমিশনার শেন ফিটজসিমনস বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ড মোকাবিলায় সব সময়ের জন্য ১০০ কর্মীর পাঁচটি টিম নিয়োজিত আছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হবে। কয়েক মাস ধরে অস্ট্রেলিয়ার ৩০ হাজার কিলোমিটার এলাকা আগুনে ঘেরা ছিল। এখনও আগুনের সঙ্গে লড়ছেন দুই হাজার মানুষ। এই আগুন নেভাতে অস্ট্রেলিয়াকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র ও কানাডা।