আজ ১৭ ডিসেম্বর অনলাইন নিউজ পোর্টাল সিএচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মহালছড়ি সদর ইউপি পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় অতি উৎসাহ ও জাকজমকপূর্ণভাবে কেক কেটে ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল। আরো উপস্থিত ছিলেন দৈনিক খবর পত্র পত্রিকার মহালছড়ি প্রতিনিধি দীপক সেন, দৈনিক ইত্তেফাক ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কমের মহালছড়ি প্রতিনিধি মিল্টন চাকমা, পার্বত্য নিউজ এর মহালছড়ি প্রতিনিধি শাহাদাত হোসেন, ডেইলি অবজারভার ও দৈনিকবার্তা ডট কম এর মহালছড়ি প্রতিনিধি মিল্টন চাকমা (কলিন), দৈনিক সবুজ পাতার দেশ ও পার্বত্য কন্ঠ পত্রিকার মহালছড়ি প্রতিনিধি রিপন ওঝা সহ মহালছড়ি উপজেলার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, সমাজে পিছিয়ে পরা, বৈষম্যের শিকার, নির্যাতিত-নিপীড়িত অসহায় জনগণের পাশে থাকতে, অন্যায় অসংগতির চিত্র তুলে ধরার লক্ষ্যে এবং সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০১৪ সালের ১৭ ডিসেম্বর “অবসান হোক বৈষম্যের” এই স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম।
মিল্টন চাকমা কলিন, (মহালছড়ি) খাগড়াছড়ি প্রতিনিধি