ফেনীতে শিক্ষাসহ বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠ মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। মমতাজ বেগম ও সুরেশ কুমার নাথ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন। এছাড়া জান্নাত আক্তার ও জয়রুপ দাশ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হয়েছেন। এছাড়া শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছেন দাগনভূঞার দিদারুল কবির রতন, শ্রেষ্ঠ উপজেলা কর্মকর্তা হয়েছেন ফুলগাজীর সাইফুল ইসলাম জেলায় শ্রেষ্ঠ হিসেবে মনোনীত হয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, সরকারী নীতিমালা অনুযায়ী প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য চলতি বছর জেলার শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সুপারিশক্রমে ফেনী জেলার শ্রেষ্ঠ হিসেবে যাঁদেরকে মনোনীত করা হয়েছে-তাঁরা হলেন ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, দাগনভূঞা উপজেলা উপজেলার গোবিন্দপুর ফাজিলের ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ কুমার নাথ।
জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন ফেনী সদর উপজেলার মজলিশপুর-জোয়ার কাছাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাত আক্তার জাহান ও একই উপজেলার বিজয়সিংহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়রূপ দাশ। জেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষক মনোনীত হয়েছেন সোনাগাজীর বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ।
বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উেেল্লখযোগ্য কমাতে সক্ষম হওয়ায় শ্রেষ্ঠ মনোনীত হয়েছে সোনাগাজী উপজেলার হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে মনোনীত হয়েছে ফেনী সদর উপজেলার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।এছাড়া জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হয়েছেন সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ ও জেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি মনোনীত হয়েছেন ফেনী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী।
ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, বিভিন্ন উপজেলায় বিভিন্ন পর্যায়ে যাঁরা শ্রেষ্ঠ মনোনীত হয়েছিলেন জেলা বাছাই কমিটি গত ৪ ডিসেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তাঁদের সাক্ষাৎকার গ্রহন করেন। গত ১২ ডিসেম্বর উপরোক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেলার শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করা হয়েছে।