আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জনের দিন। ১৯৭১ সালের এই দিনে প্রভাত সূর্যের আলোয় ঝলমলিয়ে উঠেছিল বাংলার চারদিক, রক্তস্নাত শিশির ভেজা মাটি, অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার শোষণ, বঞ্চনা আর অত্যাচারের কালো অধ্যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে এদিন জন্ম নেয় একটি নতুন দেশ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রায় ৯২ হাজার পাকিস্তানি বাহিনী ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণের মাধ্যমে সূচিত হয়েছিল একটি নতুন ইতিহাসে।
উক্ত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস অনুষ্ঠানে মুক্তাগাছা উপজেলা আর কে হাই স্কুলের খেলার মাঠে শারীরিক কসরত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এমপি মহোদয়।
খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ জেলা