খাগড়াছড়ির মহালছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
প্রত্যুষে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৬ টায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় রাজনৈতিক দলসমূহ শোভাযাত্রা সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮ টায় উপজেলা মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর পরই পুলিশ, আনসার, ভিডিপি, ব্যান্ডদল, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট দল ও গালর্স গাইড কুচকাওয়াজ এবং শরীর চর্চা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত ও মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। আরো উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি রতন কুমার শীল, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির, মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ও এ কে এম হুমায়ূন কবির সহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষিকা বৃন্দ।
সারাদিনের বিভিন্ন কর্মসূচির মধ্যে আরও ছিলো মহালছড়ি উপজেলার গেজেটভুক্ত ৮ জন বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ ও তাদের পরিবারবর্গের প্রতি সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত, কয়েকটি প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশনসহ সন্ধ্যায় স্থানীয় শিল্পী ও চট্টগ্রামের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় বিজয় কনসার্টের আয়োজন করা হয়েছে।
কলিন চাকমা, (মহালছড়ি) খাগড়াছড়ি প্রতিনিধি