বঙ্গবন্ধু ভবন, সাভার স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ, সমাবেশ ও ভ্রাম্যমান ট্রাকে সঙ্গীত পরিবেশন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট

0
0

আজ ১৬ ডিসেম্বর ২০১৯ইং রোজ সোমবার সকালে সাভার স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধু ভবনে পুস্পমাল্য অর্পণ সংক্ষিপ্ত সমাবেশের পর ট্রাকে করে ভ্রাম্যমান সঙ্গীত পরিবেশন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি।

পুস্পমাল্য অর্পণ করেন জোটের সহ সভাপতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, চিত্রনায়ক সাকিল খান, চিত্রনায়িকা শাহনুর, কন্ঠশিল্পী এস.ডি রুবেল, জেনিফার ফেরদৌস, নাহিদ হোসাইন সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম। বক্তব্য রাখেন কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, চিত্রনায়িকা রোজিনা, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, চিত্রনায়ক শাকিল খান, অভিনেত্রী তারিন জাহান, চিত্রনায়িকা শাহনুর, কন্ঠশিল্পী এস.ডি রুবেল, নাট্যশিল্পী মাহফুজ আহমেদ, অভিনেতা প্রণীল, জয়দেব রায়, কন্ঠশিল্পী বৃষ্টি রাণী সরকার, দিলীপ সরকার, হাবিবুল্লাহ রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু ভবনে বিজয় দিবসে যারা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন না তারা ৭১’র ঘাতক, যুদ্ধাপরাধীদের দোসর। কারণ মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ^াস করে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে যারা বিশ^াস করে, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা’র নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা নগরীর বিভিন্ন পথে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে সমস্ত গান পরিবেশিত হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সে সমস্ত গানগুলো জোটের শিল্পীরা বিভিন্ন স্থানে পরিবেশন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here