এবার বাজারে আসছে ২০০ টাকার নোট

0
40

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাজারে আনা হচ্ছে ২০০ টাকার নোট। আগামী বছরের মার্চে এসব নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। প্রথম বছরে স্মারক ও প্রচলিত-দুই ধরনেরই এবং দ্বিতীয় বছর থেকে বাজারে ছাড়া হবে কেবল নিয়মিত নোট। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের প্রথম নোট ছাপা হয় স্বাধীনতার পর ১৯৭২ সালে। আর বাজারে ছাড়া হয় ওই বছরের ২ জুন। সেটি ছিল ১০ টাকার নোট। এর পর ধীরে ধীরে (১৯৭২ থেকে ’৭৬ সাল) বাজারে আসে ১, ৫, ১০, ২০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট।

১৯৭৯ সালে ২০ টাকার নোট ও ১৯৮৮ সালে ২ টাকার নোট ছাড়া হয়। আর ২০০৮ সালে প্রথম বাজারে আসে ১০০০ টাকার নোট। পাশাপাশি স্বাধীনতার পর থেকে ১, ৫, ১০, ২৫, ৫০ পয়সা এবং ১, ২, ৫ টাকার কয়েন বাজারে ছাড়া হয়। এ ছাড়াও বিশেষ বিশেষ ঘটনাকে স্মরণীয় করে রাখতে ৬ ধরনের স্মারক নোট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এ বহরে এবার যুক্ত হচ্ছে ২০০ টাকার নোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here