কেরাণীগঞ্জের চুনকুঠিয়ায় প্রাইম প্যাক্ট নামের প্লাস্টিক কারখানায় লাগা আগুনে দগ্ধ আরও ৩ জন মারা গেছেন। রোববার (১৫ডিসেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দঁড়াল ১৭ জন।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, ভোর ৬টার দিকে মারা যান মোস্তাকিম (২২)। এরপর সকাল সাড়ে ৯টার দিকে মারা যান আব্দুর রাজ্জাক (৪৫) ও বেলা সাড়ে ১১ টায় মারা যান আবু সাঈদ (২৯)।তিনি বলেন, মৃত রাজ্জাকের শরীরের ১০০শতাংশ ও মোস্তাকিমের ২০ শতাংশ ও আবু সাঈদের শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। তারা ৩ জনই লাইফ সাপোর্টে ছিলেন। ময়নাতদন্তের পর তাদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মোস্তাকিমেরর মা রোকেয়া বেগম জানায়, তাদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ঋষিপুর গ্রামে। তারা কেরানীগঞ্জে চুনকুঠিয়া এলাকায় থাকতো। এক ছেলে দুই মেেেয়র মধ্যে ছোট মোস্তাকিম দুই বছর ধরে এই কারখানায় কাজ করতো।
নিহত রাজ্জাকের স্ত্রী গুলশান আরা জানান তাদের বাড়ি কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকায়। রাজ্জাকের এক মেয়ে আয়েশা (১৩) অষ্টম শ্রেনীতে পড়াশুনা করে।রাজধানীর কেরাণীগঞ্জের চুনকুঠিয়ায় প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১৬ জন মারা গেলেন। এর আগে, ঘটনাস্থলেই মারা যান আরও একজন। সব মিলিয়ে কেরাণীগঞ্জের ওই কারখানায় আগুনের ঘটনায় ১৭ জন মারা গেলেন।বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আগুন লাগে কেরাণীগঞ্জের চুনকুঠিয়ায় প্রাইম প্যাক্ট নামের ওই প্লাস্টিক কারখানায়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।