নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করে আমি প্রমাণ করব, আপনাদের দেয়া ভোট ব্যর্থ হয়নি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিজয়ের পর দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজয়ের দিনে হেরে যাওয়া আসনগুলোর প্রতিনিধিদের প্রতি দুঃখ প্রকাশ করে জনসন বলেন, এখন ব্রেক্সিট সম্পন্ন করব আমরা। ১৯৮০ সালের পর এবার প্রথম এত বড় ব্যবধানে বিজয়ী হয়েছে কনজারভেটিভ পার্টি। আর সে কারণেই তাদের বাড়তি উচ্ছ্বাস। তিনি বলেন, দেশ ব্রেক্সিট বিষয়ে একতাবদ্ধতার প্রমাণ এই নির্বাচন। ব্রেক্সিট নিয়ে গণ রায়ের জয় হয়েছে। আমরা ব্রেক্সিটের পথের সকল প্রতিবন্ধকতা দূর করেছি। নতুন দিনের নতুন সূর্য উঠেছে। নতুন সরকার এসেছে। লেবার পার্টির সমর্থকদের মধ্যে যারা কনজারভেটিভ পার্টিকে প্রথমবারের মত ভোট দিয়েছে তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে বরিস বলেন, আপনারা আমার ও আমার দলের ওপর প্রথমবারের মত ভরসা করেছেন। আপনাদের এই সমর্থন আমরা ব্যর্থ হতে দেব না।