যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ‘শহীদ’ বলায় সংগ্রাম অফিস ভাঙচুর

0
0

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করার প্রতিবাদে দৈনিক সংগ্রাম অফিস ঘেরাও করে বিক্ষোভ করছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামের একটি সংগঠন। এ সময় পত্রিকাটির কার্যালয়ে ভাঙচুরও করে সংগঠনটির সদস্যরা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রামের অফিসে অবস্থান নেয় ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’। এরপর সন্ধ্যার দিকে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ দৈনিক সংগ্রামের অফিসে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় অফিসটির কম্পিউটারসহ টেবিল ভাঙচুর করা হয়। পত্রিকাটির কয়েকটি সংখ্যাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তারা সংগ্রাম অফিসে তালা ঝুলিয়ে দেয়।

মুক্তিযুদ্ধ মঞ্চ’র সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ বলার মাধ্যমে তারা দেশের শহীদদের অবমাননা করেছে। দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে। আমরা চাই সরকারিভাবে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হোক। আমরা পত্রিকার মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়েছি।’ পত্রিকাটির সম্পাদক আবুল আসাদসহ সব গণমাধ্যমকর্মীকে অফিস থেকে নিরাপদে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here