ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল মুসলিমদের প্রতি বৈষম্যমূলক: জাতিসংঘ

0
0

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলকে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক বলে অভিহিতি করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বিলটি সংশোধনের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের মুখপাত্র জেরেমি লরেন্স ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলের সমালোচনা করেন। জেরেমি লরেন্স বলেছেন, ‘ভারতের নতুন নাগরিকত্ব (সংশোধন) আইন প্রকৃতিগতভাবে বৈষম্যমূলক হওয়ায় আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এই আইন উল্লিখিত ছয় ধর্মীয় সম্প্রদায়ের মতো মুসলিম শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে না। আইনের দৃষ্টিতে সমতা রক্ষায় ভারত সরকারের যে সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে, তার সঙ্গেও সাংঘর্ষিক এটি।’

তিনি বলেন, ‘আমরা জানি যে এই আইনের বৈধতা ভারতের সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে এবং আমাদের আশা মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক আইনে ভারতের যে দায়বদ্ধতা রয়েছে আদালত তা বিবেচনায় নিয়ে নাগরিকত্ব আইনটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টেনিও গুতেজের মুখপাত্র ফারহান হক জানিয়েছেন ভারতের নাগরিকত্ব সংশোধী বিল পাস হওয়ার পর পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে জাতিসংঘ। তিনি বলেন, ‘আমরা এটা জানি যে ভারতীয় সংসদের নিম্ন ও উচ্চকক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে। তারপর যা যা ঘটনা হয়েছে পুরো বিষয়ের ওপর আমরা কড়া নজর রাখছি। আইনানুগ বিষয়গুলোও আমরা মাথায় রাখছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here