ঝিনাইদহ যশোর মহাসড়কে দুইটি ব্রীজ ভেঙ্গে যানজট দুর্ভোগে নাকাল মানুষ, নেই প্রতিকার

ঝিনাইদহ যশোর মহাসড়কের হামদহ এবং ছালাভরা নামক স্থনের দুইটি ব্রীজ ভেঙ্গে যাওয়ায় প্রতিনিয়ত যানজটে নাকাল হচ্ছে মানুষ। ব্রীজ নির্মানে ধীরগতির কারণে এই সড়কে চলাচলকারী যানবাহনগুলোর কর্মঘন্টা নষ্ট হচ্ছে। এতে বাসসহ অন্যান্য পরিবহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছে। বৃহস্পতিবার ছালাভরা নামক স্থানে তৈরী করা অস্থায়ী ব্রীজটির উপর চাপ বেড়ে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঝিনাইদহ শহরের হামদহ বাসষ্ট্যান্ডের ব্রীজটিও ৬ মাস ধরে ঝুকিপুর্ন। ব্রীজটি ভেঙ্গে যাওয়ার কারণে ওয়ানওয়ে হিসেবে যানবাহন চলাচল করছে। ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত এই অঞ্চলের মানুষের একমাত্র চলাচলের এই রাস্তায় গুরুত্বপুর্ন দুইটি সেতু ভেঙ্গে থাকার কারণে মানুষের দর্ভোগের অন্ত নেই। লোকমান নামে এক বাস চালক জানান, বেশির ভাগ সময় ছালা ভরা ব্রীজের কাছে গিয়ে তাদের যানজটে পড়তে হয়। নির্মান কাজের কারণে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ছালাভরা নামক স্থানে সংকীর্ণ পথে যানবাহন পারাপার করতে হয় নির্মান কর্মীদের। এতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে পুলিশ ও সড়ক বিভাগের কোন কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here