নীলফামারীর ডিমলায় পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার(১১ই ডিসেম্বর)দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।১৯৭১সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে বাংলার বীর সন্তানেরা বিজয় ছিনিয়ে আনেন।পাক হানাদার মুক্ত হয় ডিমলা।দিবসটি উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে সকালে একটি শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে আলোচনায় মিলিত হয়।সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সামসুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, মুক্তিযোদ্ধা সন্তান মনিসিংহ রায়, রমেন কুমার রায় প্রমুখ।
সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি