লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে। লটারির মাধ্যমে সুবিধাভোগীদের নামের তালিকায় করা হলেও তা পরিবর্তন করে খাদ্য অফিসের কর্মচারী ও দালালদের নাম অন্তর্ভুক্ত করার কথা শোনা যাচ্ছে। ইউএনও এই অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেও উপজেলা চেয়ারম্যান বলছে সত্যতা আছে।
জানা গেছে, সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়ের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রথমত, কৃষকদের একটি তালিকা তৈরি করে কৃষি বিভাগ। ওই তালিকা থেকে লটারীর মাধ্যমে সুবিধাভোগীদের একটি তালিকা তৈরি করে স্থানীয় প্রশাসন। কিন্তু সেই লটারীর মাধ্যমে সুবিধাভোগীর তালিকা তৈরিতেও অনিয়মের অভিযোগ উঠেছে।
আরো জানা যায়, গত ২ ডিসেম্বর হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে লটারীর মাধ্যমে ২২ শত ৮ টন ধান ক্রয়ের বিপরীতে ২২ শত ৯ জন কৃষকের একটি তালিকা তৈরি করা হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায়, লটারীতে নাম উঠে নাই এমন কৃষকের নাম ওই সুবিধাভোগীদের তালিকায় রয়েছে। সুবিধাভোগীর তালিকায় সুকৌশলে স্থান পেয়েছে খাদ্য অফিসের কর্মচারী ও খাদ্য বিভাগের দালালরা। ফলে এ তালিকা প্রকাশ হওয়ার পরপরই নানা অভিযোগ উঠতে থাকে।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. আতিয়ার রহমান বলেন, আমার ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড তিস্তা নদীর গর্ভে। ওই ওয়ার্ডগুলোতে কোনো আমন ধানের চাষ হয়নি। অথচ তালিকায় দেখলাম ওই তিন ওয়ার্ডে ২ হাজার ৫ শত ভোটারের বিপরীতে ৮২ জন সুবিধাভোগীর নাম। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে প্রচুর আমন ধান চাষাবাদ হয়েছে। কিন্তু সাড়ে ৭ হাজার ভোটারের বিপরীতে মাত্র ৬১ জন সুবিধাভোগী। হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন বলেন, উম্মুক্ত লটারীর মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে। অনিয়মের কোনো সুযোগ নেই । তারপরও যদি অনিয়ম হয়ে থাকে তা তদন্ত করা হবে।
হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন বলেন, সরকারিভাবে ধান ক্রয়ের জন্য কৃষকদের তালিকা তৈরী করতে লটারী করা হয়েছে। কিন্তু পরবর্তীতে ওই লটারীর তালিকায় জালিয়াতি করা হয়েছে বলে শোনা যাচ্ছে। বিষয়টি আমি জেলা প্রশাসককে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট