হঠাৎ ভালোবাসা
হঠাৎ পরিচয়,
হঠাৎ কাছে আসা।
একটুও মনে হইনি
এ আমাদের প্রথম দেখা।
কথার আদান প্রদানের মাঝে,
হঠাৎ দেখি তিনটি রক্তরাঙা গোলাপ।
আমি প্রথমেই বুঝেছি,ওই গোলাপের ভাষা,
বুঝতে দেইনি তোমায়।
বুঝতেই দেইনি, যে আমি বুঝে গেছি,
তুমি ভালোবেসে ফেলেছ আমায়।
তোমার হাতের মুঠোয় যখন আমার হাত টা নিলে,
মনে হলো ঢেউ উঠেছে পরন্ত বিকেলে।
কি এক নিশ্চয়তায় ভরে গেলো মন,
নিজেকে একটুও ধরে রাখতে পারিনি আমি তখন।
তোমার কোমল চুম্বনে আমি ভুলেছি সব ব্যাথা,
লজ্জায় আর ভালোবাসায় হারিয়েছিলাম কথা।
খুব ভালো লাগা ছিল তখন,
ভেবে এখনও শিহরিত হই,
সাধ জাগে মনে, আবার কখন
সেই ভালোবাসা লই।
তোমার লাল গোলাপের রং কখন বদলাবে জানা নেই,
তোমায় নিয়ে সাগরে যাবার ইচ্ছেটা থাকবেই।
হয় তো বদলাবে , হয় তো না,
কিন্তু সেদিনের শিহরণ
কখনোই শেষ হবেনা।
আমি জানিনা তুমি কেমন,
আমি শুধু জানি আমি তোমায় চাই ,
আছো তুমি যেমন।
-তানিয়া তাজ