ফেনী জেলা ছাত্রলীগের অধীনে আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে জেলার ৪শ’৪১টি ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম। এর মধ্যে রয়েছে জেলার ৪৩টি ইউনিয়ন, ফেনী পৌরসভা, পরশুরাম, ছাগলনাইয়া ও সোনাগাজী পৌরসভা এবং ফুলগাজী উপজেলা। বৃহস্পতিবার তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে ঢেলে সাজাতে শহরের আনন্দ কমিউনিটি সেন্টারে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত সভায় জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, ফেনী সদর উপজেলা সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, দাগনভূঞা উপজেলা সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, ফেনী পৌর সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি, সোনাগাজী উপজেলা সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, ছাগলনাইয়া উপজেলা সভাপতি জিয়াউল হক দিদার, পরশুরাম উপজেলা আহবায়ক জমির উদ্দিন ভাবন, ফুলগাজী উপজেলা সাধারণ সম্পাদক শামীম মজুমদার, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল হক রবিন প্রমুখ।
সভা সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে ঢেলে সাজাতে গতিশীলতার মধ্য দিয়ে পুনরুজ্জীবিত করার লক্ষে জেলার আটটি ইউনিটে পৃথক সমন্বয় কমিটি করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি বিভিন্ন ইউনিটে দলীয় কর্মসূচি পালন ও ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা সম্মেলন সম্পন্ন করতে জেলা কমিটিকে সহযোগিতা করে যাবেন। ওই সভায় আটটি সাংগঠনিক ইউনিটে বর্ধিত সভার তারিখও নির্ধারণ করা হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ জানান, ফেনী জেলা আওয়ামী লীগের অভিভাবক নিজাম হাজারী উদ্দিন হাজারী এমপির নির্দেশে আগামী ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে সুন্দর ও সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো উপহার দিতে আমরা কাজ করে যাচ্ছি।
বিভিন্ন ইউনিটে সমন্বয় কমিটিতে যাঁরা রয়েছেন- ফেনী সদর উপজেলা শাখায় জেলা সহ-সভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবু নাঈম ও সাংগঠনিক সম্পাদক তুহিন হানাফী, ফুলগাজী উপজেলা শাখায় জেলা সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, যুগ্ম-সম্পাদক ইকরাম উদ্দিন আল রিয়াজ ও সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন, দাগনভূঞা উপজেলা শাখায় জেলা সহ-সভাপতি ইকবাল মাহমুদ সৈকত, যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম মজুমদার ও ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. ইমন, সোনাগাজী উপজেলা শাখায় জেলা সহ-সভাপতি তারিকুল ইসলাম শাকিল, যুগ্ম-সম্পাদক জমির উদ্দিন বাবু, উপ-পাঠাগার সম্পাদক আক্রামুজ্জামান রাজু, ছাগলনাইয়া উপজেলা শাখায় জেলা সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহাগ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম মিনার, পরশুরাম উপজেলা শাখায় জেলা সহ-সভাপতি মোতাহের হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জিমী, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. শাহীন।
এছাড়া অপর ইউনিটে দায়িত্বপ্রাপ্তরা হলেন ফেনী পৌরসভা শাখায় জেলা সহ-সভাপতি প্রিয়তোষ বৈদ্য, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক নায়েব চৌধুরী ও উপ-ক্রীড়া সম্পাদক শেখ আবদুল্লাহ আল মাসুদ, ফেনী সরকারি কলেজ শাখায় জেলা সহ-সভাপতি সুলতানা রাজিয়া শান্তা, সাংগঠনিক সম্পাদক লতিফ খান রায়হান ও দপ্তর সম্পাদক মো. হাসান।