সাবেক সচিব প্রশান্তর সম্পদের হিসাব চায় দুদক

জ্ঞাত আয় বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় সচিব প্রশান্ত কুমার রায়ের কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ঋত্বিক সাহা স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়ে প্রশান্তর কাছে সম্পদের হিসাব চাওয়া হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে দুদক বিশ্বাস করে যে প্রশান্ত নামে-বেনামে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন এবং জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদের মালিকানা অর্জন করেছেন।

চিঠিতে আরো বলা হয়, আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণীর হিসাব দুদকে জমা দিতে হবে এবং মিথ্যা তথ্য ও সম্পদের হিসাব গোপন করলে দুদক নিজস্ব আইন বলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, এর আগে গত অক্টোবর দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে সরকারি কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় নিজেকে ডেনিম পলিমার, ডেনিম এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় দিয়ে অষ্ট্রেলিয়া প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে বড় অংকের টাকা গ্রহণ ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনসহ বেশ কিছু সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করে তাকে দুদকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here