খালেদা জিয়ার জামিন বিষয়ে আইনি প্রক্রিয়া দেখে কর্মসূচির সিদ্ধান্ত: বিএনপি

0
25

কারাবন্দি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে আইনি প্রক্রিয়া দেখে কর্মসূচির সিদ্ধান্ত নেবে বিএনপি।বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, তার জামিনের বিষয়ে আইনি প্রক্রিয়া দেখে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে। যখন গণতন্ত্রের জায়গা বন্ধ হয়ে যায়, তখন রাজপথেই তার সমাধান করতে হবে।খালেদা জিয়ার জামিন না হলে বিএনপি কী ধরনের কর্মসূচি দেবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রিজভী বলেন, দেখি না আগামীকাল (বৃহস্পতিবার) কী হয়? আমরা কতদিন অপেক্ষা করবো?

খালেদা জিয়াকে সম্পূর্ণ বিনা অপরাধে ৬৬৫ দিন ক্ষমতার জোরে কারারুদ্ধ করে রাখা হয়েছে বলে দাবি করেন রিজভী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইন-আদালত, ন্যায়বিচার, সংবিধান, মানবাধিকার, মৌলিক অধিকার, বয়স, অসুস্থতাসহ সব বিবেচনায় তার জামিন পাওয়া আইনগত অধিকার। দেশ-বিদেশের আইনজ্ঞরা বলছেন, এই মামলায় জামিন না পাওয়া বিস্ময়কর। তিনি নিশ্চিতভাবেই জামিনের হকদার। অথচ স্বাভাবিক এই জামিন নিয়ে কত রকমের টালবাহানা করা হচ্ছে। সরকার দলীয় লোকেরা প্রকাশ্যে হুমকি ও ঘোষণা দিয়ে জামিনে বাধা দেওয়া হচ্ছে। তাকে জেলে রেখে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।

বিএনপি নেতা রিজভী বলেন, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ খালেদা জিয়ার জামিন শুনানি করবেন। কালকের মধ্যে তার শারীরিক অবস্থার সবশেষ প্রতিবেদন দিতে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। ৭৫ বছর বয়সী এই নেত্রীর স্বাস্থ্যের অবস্থা এত ভয়ঙ্কর যে, এই মুহূর্তে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না হলে জীবনহানির চরম ঝুঁকি রয়েছে। সুচিকিৎসার অভাবে তার যে ড্যামেজ হচ্ছে, সেটা আর ফিরে আসবে না। তার বাম হাত ও শরীরের বাম দিক প্রায় প্যারালাইজড হওয়ার উপক্রম হয়েছে। কারও সাহায্য ছাড়া তিনি বিছানা থেকে উঠতে পারেন না।

সরকারের অশুভ ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ২৫ দিন ধরে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, এটি জেল কোডের চরম লঙ্ঘন। এটির মাধ্যমে বিধি-বিধানকে উপেক্ষা করে প্রতিহিংসার বিধানকেই চরিতার্থ করা হচ্ছে। গত ১৩ নভেম্বরের পর থেকে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। বর্তমানে তার শারীরিক পরিস্থিতি নিয়ে চরম আশঙ্কায় দিনাতিপাত করছি।

উচ্চ আদালত থেকে খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের সিনিয়র সিটিজেন, চার বারের সাবেক প্রধানমন্ত্রী, দুই বারের বিরোধী দলীয় নেতা গুরুতর অসুস্থ। তাই তার জামিন পাওয়া ন্যায়সঙ্গত অধিকার। এরআগে এধরনের মামলায় উচ্চ আদালত থেকে অনেকেই জামিন পেয়েছেন, তার অসংখ্য নজিরও রয়েছে।

এদিকে, সংবাদ সম্মেলনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, খালেদা জিয়া এত অসুস্থ যে, তিনি কারও সাহায্য ছাড়া চলাফেরা, খাওয়া-দাওয়া এমনকি শরীরের তীব্র ব্যথার কারণে ভালোভাবে ঘুমাতে পারেন না। সুচিকিৎসা পেলে এই অবস্থা হতো না। তার কিছু হলে সরকারকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে।শামীম বলেন, আমরা আশা করি, আদালত তাকে তার প্রাপ্য জামিন দিয়ে মুক্ত পরিবেশে তার পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ দেবে। অন্যথায়, চিকিৎসকসমাজ নিরবে বসে থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে দেশনেত্রীর মুক্তির আন্দোলন গড়ে তুলবে।ডা. শামীম বলেন, গত সোমবার ডাক্তাররা খালেদা জিয়ার ওজন মাপার জন্য বারবার চেষ্টা করেছেন। কিন্তু তীব্র ব্যথায় তিনি বিছানা থেকে নামতে পারেননি । ভয়ঙ্কর ব্যাপার হলো, তার ডান পায়ে একটি গুটি উঠেছে, যাকে মেডিক্যাল সায়েন্সের ভাষায় জযবঁসধঃরপ হড়ফঁষব বলে, যা স্পর্শ করা মাত্রই তীব্র ব্যথা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু, ব্যারিস্টার মীর হেলাল, ড্যাবের সিনিয়র সহসভাপতি ডা. মো. আবদুস সেলিম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here