অপারগ আমি
আমি এসেছিলাম তোমার সাথী হতে,
আমি এসেছিলাম তোমার একাকীত্ব দুর করতে,
আমি এসেছিলাম তোমার বিষন্ন বিকেলটা কে
আনন্দময় করতে।
আমি এসেছিলাম তোমার কষ্ট গুলোকে আপন করতে,
আমি এসেছিলাম আমার কষ্টগুলো তোমার কষ্টের সাথী বানাতে,
আমি এসেছিলাম দুটো দুঃখী মনকে সুখী করতে।
আমার আসা টা ছিল তোমায় পরিপূর্ণ করতে,
কিন্তু কিছুই পারিনি মনে হয়।
কারণ আমি থাকতেও তুমি দুঃখী,
তোমার বিকেলটা আজও বিষন্ন।
তোমার দুঃখ শোনার জন্য আমি অপেক্ষায়,
কিন্তু তুমি আমার খোজ নিতে ও অপারগ।
আসলে কি জানো,
আমি কখনোই তোমার ভালোবাসার সাথী হতে পারিনি, হয় তো পারবো ও না।
তাই আমার নিরব প্রস্থান তোমাকে খুব একটা
ভবাবেনা বোধ করি।
ভালো থেকো, আমার বিষন্ন ভালোবাসা।
-তানিয়া তাজ