খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

0
0

খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের সব পেট্রোল পাম্পে রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ১৫ দফা দাবিতে এই ধর্মঘট শুরু হয়েছে। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী তিন বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি আদায়ে মন্ত্রণালয়কে ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল। ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন গাড়ি ও মোটরসাইকেল চালকরা।
যশোর পুরাতন বাস টার্মিনালের যাত্রিক পেট্রোল পাম্পে পাম্পে তেল নিতে আসেন মোটরসাইকেল চালক আজাদুর রহমান জানান, বাইকে কোন তেল নেই, পাম্পে এসে দেখি তেল বিক্রি বন্ধ। এতে চরম বিপাকে পড়েছি।
মনির উদ্দিন ফিলিং স্টেশনে মালিক ওবাইদুল্লা কাদের বলেন, ‘সকাল থেকেই ভিড় লক্ষ্য করেছি পাম্পে। কিন্তু সমিতির সিদ্ধান্তের কারণে তেল বিক্রি বন্ধ রেখেছি। শুনেছি সোমবার সরকারের শীর্য মহলের সাথে পাম্প মালিক সমিতির সভা হবে।
যশোর জেলা তেল পাম্প মালিক সমিতির সভাপতি জাহিদ হাসান টুকুন জানান, আজ ঢাকায় সরকারের শীর্ষ পর্যায়ের সাথে আমাদের নেতাদের সভা হবে। আশা করছি বিষয়টির সুরাহা হতে পারে।
১৫ দফা দাবির মধ্যে রয়েছে-জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে সাত শতাংশ প্রদান, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিষয়টি সুনির্দিষ্টকরণ, প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংক-লরি শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রদান, ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধি, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিল, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিল, পেট্রোল পাম্পে অতিরিক্ত পাবলিক টয়লেট এবং জেনারেল স্টোর ও ক্লিনার নিয়োগের বিধান বাতিল, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশদ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণের প্রথা বাতিল, ট্রেড লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স ব্যতিত অন্য দফতর বা প্রতিষ্ঠান কর্তৃক লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল, বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ৫ বছর অন্তর বাধ্যতামূলক ক্যালিব্রেশনের সিদ্ধান্ত বাতিল, ট্যাংক-লরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, সুনির্দিষ্ট দফতর ছাড়া সরকারি অন্যান্য দাফতরিক প্রতিষ্ঠান কর্তৃক ডিলার বা এজেন্টদেরকে হয়রানি বন্ধ, নতুন কোনও পেট্রোল পাম্প নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় জ্বালানি তেল মালিক সমিতির ছাড়পত্রের বিধান চালু, পেট্রোল পাম্পের পাশে যেকোনও স্থাপনা নির্মাণের আগে জেলা প্রশাসকের অনাপত্তি সনদ গ্রহণ বাধ্যতামূলক ও বিভিন্ন জেলায় ট্যাংক-লরি থেকে জোরপূর্বক পৌরসভার চাঁদা গ্রহণ বন্ধ করা।
বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদুল করিম কাবুল জানান, আমরা সরকারের কাছে বারবার দাবি পেশ করছি কিন্তু তারা কোন পদক্ষেপ নিচ্ছেনা। বাধ্য হয়ে তিনটি বিভাগে ধর্মঘট আহবান করা হয়েছে। শিগগিরই দাবিগুলো বাস্তবায়ন না করলে দেশব্যাপী সব তেল পাম্পে ধর্মঘট আহবান করা হবে। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here