বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সত্তর দশকের অন্যতম প্রধান কবি ত্রিদিব দস্তিদারের ১৫ত মৃত্যুবার্ষিকী ২৫ নভেম্বর। দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি গুলশান কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি খ্যাতিমান অভিনেত্রী সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িক সাকিল খান, চিত্রনায়িকা অরুনা বিশ^াস, চিত্রনায়িকা নুতন, রোকেয়া প্রাচী, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তারিন জাহান, তানভিন সুইটি, চিত্রনায়িকা শাহনুর, দিনাত জাহান মুন্নি, কন্ঠশিল্পী এস.ডি রুবেল, মাহফুজ আহমেদ, চিত্রনায়ক সায়মন, অভিনেতা প্রণিল, জেনিফার ফেরদৌস, মাজলুম মিজান, মোত্তাছিম বিল্লাহ, কবি রবীন্দ্র গোপ, কন্ঠশিল্পী বৃষ্টি রাণী সরকার প্রমুখ।
বক্তারা বলেন, কবি ত্রিদিব দস্তিদার ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার একজন আদর্শের সৈনিক। তিনি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে ৬৯’র গণঅভ্যুত্থানে ছাত্রলীগের কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর চট্টগ্রাম থেকে ঢাকায় এসে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চিরজীবন দলকে শুধু দিয়ে গেছেন, বিনিময়ে কিছুই চাননি। তিনি বলতেন, বঙ্গবন্ধুর রাজনীতি করতে হলে ভোগে নয় ত্যাগ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সৈনিক হওয়া যাবে। বিভিন্ন সময়ে তাকে সেই সময় সরকারের পেটোয়া বাহিনী দ্বারা লাঞ্চিত করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বাবার রেখে যাওয়া ক্যাশ টাকা ও স্বর্ণালাংকার মুক্তিযোদ্ধাদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা দেশে এলে তার সামনে গিয়ে বলেছিলেন আপনিই তো বাংলাদেশ। আপনিই বাংলাদেশের মানচিত্র। আপনিই বাংলাদেশের উন্নয়ন রূপকার হবেন। বাংলাদেশ হবে কলঙ্কমুক্ত- তার এই বিখ্যাত কবিতাটি আজ বাস্তবায়িত হয়েছে। ৭৫’র পর যারা আওয়ামী রাজনীতি করেছেন, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন তারা কেউই ত্রিদিব দস্তিদারকে ভুলবেন না। আমরা যারা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট করি তারা চিরদিন ত্রিদিব দস্তিদারের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।
কবি ত্রিদিব দস্তিদারের জীবনী:
কবি সাহিত্য সাধনার পাশাপাশি রাজনৈতিক, সাংস্কৃতিক ও মানুষের কল্যাণে সুদীর্ঘ সংগ্রাম শেষে ২০০৪ সালে ২৫ নভেম্বর কবির জীবনাবসান হয়। কবি ত্রিদিব দস্তিদার ছিলেন একাধারে কবি, সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী নেতা, ধর্মান্ধতা ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে অকুতোভর সৈনিক। কবি মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে সামনের সারিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি জাতি গঠনের জন্য মুক্তিযুদ্ধের আগে ও পরে তার সুস্পষ্ট অবস্থান স্বৈরাচারী আন্দোলনসহ যেকোন আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। কবি সাংস্কৃতিক আন্দোলন ও মানবমুক্তির আন্দোলনে আজীবন সংগ্রামী কবি সাংস্কৃতিক কর্মীদের অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গঠন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। নক্ষত্র পতনের মতো হঠাৎ নীরবে চলে গেছে। ক্রোধী কবি অজান্তে শত্রু সমাজের নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামের পতাকা যারা এখনও উধের্ক্ষ তুলে ধরে রেখেছিলেন তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত ছিলেন এবং চিরকাল সেই আসনে প্রতিষ্ঠিত থাকবেন। ত্রিদিব রাজনীতি প্রেম সংস্কৃতিক তৎপরতা ও কর্মজীবনের ধারাকে স্রোতে মিলিয়ে ছিলেন।
চট্টগ্রামের পটিয়া থানার ধলঘাট গ্রামে ১৯৫২ সালের ৩১ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ১৯৬৬’র ৬ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থানের ছাত্রনেতা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চট্টগ্রাম এর বর্তমান মেয়র মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অকুতোভয় শত্রু নিধনে ব্যাপৃত হন। স্বাধীনতাত্তর মুক্তিতযুদ্ধের কবিতা ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর বঙ্গবন্ধুকে নিয়ে তার প্রতিবাদী কবিতা উল্লেখযোগ্য। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর কবিতা লেখার কারণে সেই সময় ক্ষমতাসীন চক্রের হাতে তিনি বিভিন্নভাবে নির্যাতিত হন। এসব কবিতার পংক্তির মধ্যে ‘যুদ্ধ ক্ষেত্রে একটি কবিতাকে/শত্রুর বাংকার থেকে উদ্ধার করেছিলাম/রক্তাক্ত কবিতাটি জয়বাংলা জয়বাংলা বলে/একটি তীক্ষ্ম শহরের মধ্য দিয়ে অনবরত/শত্রুদের তাড়িয়ে যাচ্ছিল’। জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেদশ্য করে তার কবিতা ‘আপনিতো বাংলাদেশ/জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কবিতা এখনও কাটেনি আঁধারের রেশ, সাহসী যোদ্ধাকে খুজে এদেশ। প্রেমের কবিতা ‘পোড়াবো তাজমহল’ ‘ভালোবাসতে বাসতে ফতুর করে দেব’ ‘অঙ্গে আমার বহুবর্ণের দাগ’ ‘প্রেম ও দ্রোহ’ সহ অসংখ্য প্রেমের কবিতা দীর্ঘ ৩০ বছরের কাব্যচর্চার জীবনে গ্রন্থ রয়েছে মাত্র সাড়ে পাঁচ খানা তার মধ্যে যন্ত্রস্থ ত্রিদিব সমগ্র।
মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধা কবি ত্রিদিব দস্তিদারের পিতামহ রায় বাহাদুর দূর্গাদাস দস্তিদার ছিলেন চট্টগ্রামের বিখ্যাত আইনজীবী। চট্টগ্রাম বার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি (১৮৯৩)। চট্টগ্রাম শহরে ছিল তার বিশাল সম্পত্তি। ধলঘাট গ্রামে ইটের পাচিল দেয়া কয়েক একর জমির উপর তাদের বাস্তুভিটা। এই সম্পত্তির প্রায় কয়েক কোটি টাকার। ত্রিদিবের তিন পুরুষ চলে যাওয়ার পরও যা কিনা শেষ হতো না। বিষয় সম্পত্তির প্রতি ত্রিদিবের ছিল এক ধরনের বৈরাগ্য। ত্রিদিব সুখী হতে চায়নি। সুখী হওয়ার মত সমস্ত উপকরণ তার চারিদিকে ছিল। ১৯৬৮ সালে পটিয়ার কেলিশহর হাইস্কুল থেকে সে কৃতিত্বের সঙ্গে ম্যাট্টিক পাস করেন। বঙ্গবন্ধু হত্যার পর তিনি মুক্তিযোদ্ধা সংসদের কোন সার্টিফিকেটও গ্রহণ করেনি। এই কারণে যে, যুদ্ধাপরাধীরা মন্ত্রী সভায় ছিল। তিনি মৃত্যুর আগে বিভিন্ন আলোচনা সভায় ক্ষোভের সাথে বলতেন যেদেশে যুদ্ধাপরাধীরা মন্ত্রী সেই দেশে আমার মৃত্যুর পর যেন জাতীয় পতাকা দিয়ে আমার লাশ ঢাকা না হয়। কারণ ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত জাতীয় পতাকা রাজাকারদের গাড়ীতে।