চাকরি রাজস্বকরণের দাবিতে বিআরডিবি ইউসিসিএ কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান

0
25

চাকরি রাজস্বকরণের দাবিতে বিআরডিবি ইউসিসিএ কর্মচারীবৃন্দ আজ সোমবার সকালে কাওরান বাজারস্থ বিআরডিবি সদর কার্যালয়ের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। এসময় বক্তারা বলেন, ২০১২ সালের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ইউসিসিএ কর্মচারীদের রাজস্বকরণ ও রাজস্বভুক্ত না হওয়া পর্যন্ত ৭০% স্যালারী সাপোর্ট অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বিগত ৭ বছরেও সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা হয়নি। যার ফলে সারাদেশে কর্মরত ইউসিসিএ’র ২১৩০ জন কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে।

অবস্থান কর্মসূচিতে এসে বিআরডিবি’র মহাপরিচালক মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ইউসিসিএ লিঃ কর্মচারী ইউনিয়নের কর্মচারীদের দাবিসমুহ যৌক্তিক। তিনি অতি দ্রুত বেতন ভাতা প্রদানসহ ইউসিসি কর্মচারীদের রাজস্বকরণের প্রক্রিয়া শুরু করার আশ^াস দেন।

দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে পুনরায় বিআরডিবি’র মহাপরিচালক বরাবরে দাবি-দাওয়া সম্বলিত একটি পত্র তুলে দেওয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, আগামীকাল ২৬ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচী ঘোষণা করা হয়। দাবি বাস্তবায়নের লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত কর্মসুচি চলমান রাখার ঘোষণা দেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মো. দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মামুন আলী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here