গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ব্যাডমিন্টন খেলোয়াড় এক যুবক শনিবার রাতে নিহত হয়েছে। তার নাম এমদাদুল হক (১৯)। সে শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ (ফালু মার্কেট) এলাকার আবুল হোসেনের ছেলে।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী ও স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে বাড়ির পাশর্^বর্তী ফালু মার্কেটের পাশে কয়েক বন্ধু সঙ্গে এমদাদুল হক ব্যাডমিন্টন খেলছিল। খেলা শেষে মাঠের বৈদ্যুতিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এমদাদ তার হাতে থাকা ব্যাট (র্যাকেট) দিয়ে বিদ্যুৎ প্রবাহিত তারে আঘাত করে। এতে তারটি ছিড়ে এমদাদের উপর পড়লে সে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক এমদাদকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুজ্জাতুল পলাশ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।