শিশির হত্যার প্রতিবাদে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা শিহাবুল ইসলাম শিশির হত্যার প্রতিবাদে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড প্রসিসিং বিভাগের শিক্ষার্থী শিহাবুল ইসলাম শিশির হত্যা মামলায় আলাল মির্জা নামে এক যুবককে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। শুক্রবার দুপুরে জামালপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মুক্তাগাছা শহরের ইশ্বরগ্রামের ওয়াজ মির্জার ছেলে।

এখানে উল্লেখ্য ১৪ নভেম্বর বৃহস্পতিবার শিশির বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর রোববার বারটা পনের মিনিটের তার মৃত দেহ পাওয়া যায় পৌরসভার ইশ্বরগ্রামের একটি কচুরিপানাযুক্ত ডোবায়। এ ঘটনায় শিশিরের বাবা খন্দকার হাবিবুর রহমান বাদি হয়ে মুক্তাগাছা থানায় মামলা করেন। এ মামলায় আলাল মির্জাকে গ্রেফতার করে পুলিশ।

মুক্তাগাছা থানার ওসি আলী মাহমুদ দৈনিকবাতা কে জানান র্গ্রেফতারকৃত আলাল মির্জার প্রাথমিক জবানবন্দীতে জানা যায় মাদক সেবন নিয়েই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিশিরের মৃত্যু হয়েছে। পুরোপুরি জিজ্ঞাসাবাদে জানা যাবে শিশিরের মৃত্যুর আসল রহস্য।

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ জেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here