বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী বছর দেশজুড়ে উৎসবমুখর থাকবে ক্রীড়াঙ্গন। তবে ফুটবলাঙ্গনে সাড়া পড়েছে একটু বেশি। এর মধ্যে প্রীতি ম্যাচ খেলাতে বিশ্বখ্যাত ক্লাবকে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রাথমিকভাবে সাড়া দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। দল পাঠানোর সম্ভাব্যতা যাচাইয়ে আগামী ২৬ নভেম্বর মঙ্গলবার ঢাকায় আসবেন ম্যানইউর ৪ জন প্রতিনিধি।
এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘জাতির জনকের জন্মশত বার্ষিকী ঘিরে নানা আয়োজনের পরিকল্পনার অন্যতম অংশ এটা। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি। ম্যানইউ বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করে তাদের প্রতিনিধি দল ঢাকায় পাঠাতে রাজি হয়েছে । তারা আমাদের এখানে সবকিছু দেখবে। তাদের সন্তুষ্টির ভিত্তিতে দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে ম্যানইউ।’
ইংল্যান্ডের শীর্ষ ফুটবল মঞ্চের সাবেক চ্যাম্পিয়নদের আনতে সর্বোচ্চ চেষ্টা করছে বাফুফে। তাতে সায় দিয়েই মঙ্গলবার ঢাকায় পা রাখবেন ম্যানইউর প্রতিনিধি দল। ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও হোটেলের সার্বিক ব্যবস্থাপনা সহ নিরাপত্তা ব্যবস্থা দেখবেন এই চার জন। সবকিছু দেখে তারা সন্তুষ্ট হলে দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে ম্যানইউ।